স্বাধীনতার সুর্বণজয়ন্তীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে খেলাফত ছাত্র আন্দোলন।
বৃহস্পতিবার (২৫ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে খেলাফত ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি হাফেজ জাকির বিল্লাহ, সাধারণ সম্পাদক জাকির হোসেন ও সাংগঠনিক সম্পাদক শাহীনুর আলম আকন্দ এ শুভেচ্ছা বার্তা পাঠান।
শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতার পূর্ণ সুফল ভোগ করতে হলে দেশে সাম্য, মানবিক মর্যাদা, ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। বর্তমান প্রজন্মকে স্বাধীনতার চেতনায় উজ্জীবিত করে জুলুমের বিরুদ্ধে বুক টান করে লড়াই করতে হয়, সে শিক্ষা দিতে হবে। দেশের স্বাধীনতা-র্সাবভৌমত্ব রক্ষায় সকলে ঐক্যবদ্ধ হয়ে দেশের বিরুদ্ধে চলমান বিভিন্ন আগ্রাসী শক্তির অপচষ্টো রুখে দিতে হবে।
নেতৃবৃন্দ আরও বলেন, উগ্র-হিন্দুত্ববাদী, গুজরাট দাঙ্গার মূল হোতা নরেন্দ্র মোদিকে স্বাধীনতার সুর্বণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে এনে বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনায় চপেটাঘাত করা হচ্ছে। মোদির মতো উগ্র-সাম্প্রদায়িক ব্যাক্তির রাষ্ট্রীয় সফর জনগণ কিছুতেই মেনে নেবে না।
এ সময় নেতৃবৃন্দ স্বাধীনতার সুর্বণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশে আমন্ত্রণের প্রতিবাদে বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে পুলিশি হামলার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তির দাবি জানান।