সাবেক উপ-রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদের ইন্তেকালে গভীর শোক জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব এবং আন্তর্জাতিক তাহাফ্ফুজে খতমে নবুওয়তের সভাপতি আল্লামা নুরুল ইসলাম জেহাদী।
আজ মঙ্গলবার (১৬ মার্চ) সংবাদমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ অধ্যায় ছিলো ব্যারিস্টার মওদুদ আহমেদ। তিনি আলেম-উলামাদের সাথে সুসম্পর্ক রেখেছেন সবসময়। বিশেষ করে তাহাফফুজে খতমে নবুওয়তের সাবেক সভাপতি ও বাইতুল মোকাররমের সাহবেক খতীব আল্লামা উবায়দুল হক রহ. এর সাথে অত্যন্ত সুসম্পর্ক ছিলো ব্যারিস্টার মওদুদ আহমেদের। তিনি খতীব আল্লামা উবায়দুল হক রহ.-কে বাইতুল মোকাররমে খতীব পদে পুনর্বহালের জন্য আইনি লড়াই করেছিলেন। আমার জানা মতে তিনি আলেম-উলামা বান্দব একজন ব্যক্তি ছিলেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি ও তার জন্য মহান আল্লাহর দরবারে জান্নাতের উঁচু মাকামের দুআ করি।
আল্লামা জেহাদী মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানান।