রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

২০২৬ পর্যন্ত ধরে রাখতে হবে, ২০২৪ এ সিদ্ধান্ত নিবো নির্বাচন করবো কি না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়নশীল দেশ হিসাবে উত্তরণের জন্য বাংলাদেশকে ২০২৬ সাল পর্যন্ত তার মান ধরে রাখতে হবে। একারণে ২০২৪ সালে  সিদ্ধান্ত গ্রহণ করবো পরবর্তীতে আর নির্বাচন করবো কি না? আর এজন্য অবশ্যই আমাদের বিভিন্ন প্রকারের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। সব মোকাবিলা করতে আমি প্রস্তুত।

আজ শনিবার (২৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ‘২০২৪ সালের নির্বাচনে আপনি অংশ নেবেন কিনা’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ২০২৪ সালের মধ্যে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ গ্র্যাজুয়েশন সম্পন্ন করবে। এই অর্জনকে যদি ধরে রাখাটাই চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবিলা করতে পারি, আমরা সেই প্রস্তুতি নিচ্ছি।

প্রধানমন্ত্রী আরো বলেন, এই বাংলাদেশে এমন মানুষ ছিল, যাদের কোনো আশা-ভরসা নেই, হাত পেতে চলতে হয়। তাদের জন্য আমরা ঠিকানার ব্যবস্থা করে দিয়েছি। মুজিববর্ষে এটিই সবচেয়ে বড় কাজ। ওই ঠিকানাই তার অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্র হিসেবে কাজ করবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img