সিরিয়ার স্বৈরশাসক ও দেশটির সুন্নি মুসলিম গণহত্যার খলনায়ক বাশার আল আসাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ সহকারী আলী আসগার খাজি।
সিরিয়ার রাজধানী দামেস্কে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে ইরানের সঙ্গে স্বৈরশাসক বাশার সরকারের কৌশলগত সম্পর্ক আরো শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা হয়। এছাড়াও অর্থনৈতিক সহযোগিতা জোরদার নিয়েও এতে আলোচনা করা হয়।
এ সময় সিরিয়ায় চলমান যুদ্ধে পাশে থাকায় ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সুন্নি মুসলিম গণহত্যার খলনায়ক
বাশার আল আসাদ।