মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪

আফগানিস্তানে ভয়াবহ সংঘর্ষে সরকারপন্থী সেনাসহ ২৬ জন নিহত

আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের খানাবাদ জেলায় তুমুল সংঘর্ষে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন। এদের মধ্যে
মার্কিন মদদপুষ্ট আফগান সরকারপন্থী ১৬ মিলিশিয়া ও ১০ তালেবান যোদ্ধা রয়েছে।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) মার্কিন মদদপুষ্ট আশরাফ ঘানি সরকারের জেলা প্রধানের ডেপুটি কাতরাতুল্লাহ সাফি এ কথা জানান।

সাফি বলেন, এ সংঘর্ষে কমান্ডার আব্দুল হাকিমসহ সরকারপন্থী ১৬ মিলিশিয়া সদস্য এবং ১০ তালেবান নিহত হয়েছেন। এ সময় পাঁচ তালেবানসহ আরো ৯ জন আহত হয়েছেন।

স্থানীয় গ্রামবাসীরা জানান, কয়েক শ তালেবান যোদ্ধা শুক্রবার সকালে খানাবাদ জেলার তেপা আখতার এলাকায় সরকারপন্থী মিলিশিয়াদের ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে তুমুল লড়াই হয়। প্রায় তিন ঘণ্টা ধরে চলে এ সংঘর্ষ।

কুন্দুজ প্রাদেশিক পরিষদের প্রধান ইউসুফ এ সংঘর্ষের খবর নিশ্চিত করে বলেন, সেখানে সরকারি বাহিনী শক্তি জোরদার করতে বিলম্ব হওয়ায় সরকারপন্থী ১৬ মিলিশিয়া সদস্য প্রাণ হারান।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img