মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪

পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করলেন মার্কিন সিনেটর জন কেরি

জলবায়ু পরিবর্তন বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে কথা বলেছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও সিনেটর জন কেরি।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় টেলিফোনে কথা বলেছেন দুই নেতা।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে টেলিফোন করেন জন কেরি। জলবায়ু পরিবর্তন ঝুঁকি বিষয়ে বাংলাদেশ ও
আমেরিকা কীভাবে একযোগে কাজ কাজ করতে পারে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন দুই নেতা। প্রায় আধ ঘন্টার আলোচনায় বাংলাদেশের অবস্থান তুলে ধরেন পররাষ্ট্র মন্ত্রী আবদুল মোমেন।

প্রসঙ্গত দায়িত্ব নেয়ার প্রথম দিনেই জলবায়ু পরিবর্তন বিষয়ে প্যারিস চুক্তিতে ফিরে আসার ঘোষণা দেন আমেরিকার নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে জলবায়ু পরিবর্তন ঝুঁকি বিষয়ে কাজ করার জন্য দায়িত্ব দেন তিনি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img