বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪

ভারতে টুরিস্ট ভিসা শিগগিরই চালু হবে: ভারতীয় হাইকমিশনার

ভারতে শিগগিরই ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

তিনি বলেন, আশা করি গিগগিরই সম্ভব হবে। আমরা বাস্তবিক অর্থেই টুরিস্ট ভিসা দেয়া শুরু করতে চাই। বাংলাদেশ ও ভারতে টিকা দেওয়ার মধ্যেদিয়ে মানুষের আস্থা আরো বাড়বে। এখন বাংলাদেশ এবং ভারতে কোভিড-১৯ টিকা দেয়ার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষা করছি।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) হাইকমিশনে ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ভারতীয় হাইকমিশনার বলেন, তারা বিশ্বাস করেন, কোভিড-১৯ পরিস্থিতিতেও ভারত ও বাংলাদেশ এক সাথে এগিয়ে যাবে এবং তারা তাদের প্রতিবেশীদের বিশেষত বাংলাদেশের সাথে যতটা সম্ভব নিবিড়ভাবে কাজ করতে চায়। এই কারণেই উপহার এবং বাণিজ্যিক উভয়ভাবেই ভারত থেকে ভ্যাকসিন পাওয়া প্রথম দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img