আগামী ২৫ জানুয়ারি, শনিবার গাজ্জায় যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী ২০০ ফিলিস্তিনির বন্দির বিনিময়ে মুক্তি পাচ্ছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের চার সৈন্য নারী।
মঙ্গলবার (২১ জানুয়ারি) ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের বন্দি গণমাধ্যম বিষয়ক দপ্তরের কর্মকর্তা নাদের ফাখুরি এ তথ্য জানিয়েছেন।
নাদের ফাখুরি জানান, ইসরাইলের সঙ্গে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোর যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের দ্বিতীয় অংশের বাস্তবায়ন শুরু হবে ২৫ জানুয়ারি। ওই দিন প্রতিরোধ আন্দোলনগুলো মুক্তি পেতে যাওয়া চার ইসরাইলি নারী বন্দির নাম ঘোষণা করবে এবং এর বিপরীতে ইসরাইল তার পক্ষ থেকে মুক্তি দিতে যাওয়া ফিলিস্তিনি বন্দিদের নাম প্রকাশ করবে।
তিনি জানান, দু’টি তালিকার ভিত্তিতে বন্দি বিনিময়ের মূল পর্বটি পরদিন ২৬ জানুয়ারি, রোববার অনুষ্ঠিত হবে।
এদিকে হামাসের শীর্ষস্থানীয় কর্মকর্তা তাহের আল-নুনু এ বিষয়টি নিশ্চিত করেছেন যে, দ্বিতীয় ফিলিস্তিনি বন্দিদের দলটির মুক্তির বিনিময়ে তারা চার ইসরাইলি নারীকে মুক্তি দিতে যাচ্ছেন।
এর আগে হামাস ও ইসরাইলের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ১৯ জানুয়ারি প্রথম দফায় হামাস তিন ইসরাইলি নারী সেনাকে মুক্তি দেয়। এর বিনিময়ে ইহুদিবাদী সরকার ৯০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়। প্রথম দফায় মুক্তিপ্রাপ্ত এই ৯০ জনের সবাই অধিকৃত পশ্চিম তীরের অফের কারাগার থেকে মুক্তি পান। হামাস বলেছে, তারা স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি পুরোপুরি মেনে চলবে।