বুধবার, জানুয়ারি ২২, ২০২৫

ট্রাম্পের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রসঙ্গে যা বললেন এরদোগান

দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব গ্রহণের কয়েক ঘণ্টা আগে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান তাদের প্রথম মেয়াদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন এবং নতুন মেয়াদেও এই সম্পর্ক বজায় রাখার আশা প্রকাশ করেন।

সোমবার এক সংবাদ সম্মেলনে এরদোগান বলেন, “আমি আশা করি, প্রথম মেয়াদের মতোই দ্বিতীয় মেয়াদেও আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে।”

এরদোগান আরও উল্লেখ করেন, দুই নেতার মধ্যে বন্ধুত্বের এই সম্পর্ক তুরস্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মনে করেন, এই সম্পর্ক তুরস্কের কূটনৈতিক ও রাজনৈতিক স্বার্থ রক্ষায় ইতিবাচক প্রভাব ফেলবে এবং দুই দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদার করবে।

নির্বাচনের আগেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সমাপ্তির পক্ষে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। এই বিষয়টি উল্লেখ করে এরদোগান বলেছেন, “এই যুদ্ধ বন্ধের জন্য যা কিছু প্রয়োজন, তার সবকিছুই করবে তুরস্ক। যেহেতু যুদ্ধের পক্ষে নয় তুরস্ক।”

এরদোগান আরো বলেন, “তুরস্ক সবসময় শান্তির পক্ষে। আর আশা করি এই শান্তির মাধ্যমে পৃথিবীর দেশগুলোর মধ্যে সহমর্মিতা বজায় থাকবে।”

উল্লেখ্য, এর আগে এরদোগানকে একজন ভালো বন্ধু হিসেবে আখ্যা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দাবি, তিনি এরদোগানকে যথাযথ সম্মান করেন।

সূত্র: তুর্কিয়ে টুডে

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img