ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানে পুনরায় প্রভাব বিস্তার করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। এ উদ্দেশ্যে তারা আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর ওপর নির্ভর করছে ও সামরিক অবকাঠামো পুনর্গঠনের চেষ্টা চালাচ্ছে।
গত মঙ্গলবার (২১ জানুয়ারি) মস্কোতে এক বক্তব্যে এমনটিই জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
তিনি বলেন, আমেরিকানরা আফগানিস্তানে তাদের উপস্থিতি পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করছে। আর এই পরিকল্পনা সফল করার জন্য তারা প্রতিবেশী দেশগুলোর সহযোগিতা নিচ্ছে।
ল্যাভরভ আরো বলেন, যুক্তরাষ্ট্র আফগানিস্তানে ফেলে আসা সামরিক সরঞ্জাম পুনরুদ্ধার করতে আগ্রহী। এ পরিস্থিতি আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ সৃষ্টি করেছে। রাশিয়া দীর্ঘদিন ধরে আফগানিস্তানের স্থিতিশীলতা বজায় রাখার পক্ষে জোর দিয়ে আসছে।
আফগানিস্তানকে আন্তর্জাতিক অঙ্গনে উপেক্ষা করা উচিত নয় বলেও মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী।
উল্লেখ্য, গত তিন বছরে চীন, রাশিয়া, ইরান, উজবেকিস্তান, ও তুরস্কসহ বেশ কয়েকটি দেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করেছে তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকার।
সূত্র: তোলো নিউজ