সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

তিন ইসরাইলি জিম্মির বিনিময়ে ৯০ ফিলিস্তিনি নারী ও শিশুকে মুক্ত করলো হামাস

তিন ইসরাইলি জিম্মিকে মুক্তি দেওয়ার বিনিময়ে ৯০ ফিলিস্তিনি নারী ও শিশুকে মুক্ত করে এনেছে হামাস। ইসরাইলি কারাগার থেকে এসব নারী ও শিশু মুক্তি পেয়েছেন।

সোমবার (২০ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

রোববার যুদ্ধবিরতি শুরু হওয়ার কয়েক ঘণ্টা পর হামাস প্রথমে তিনজন নারী বন্দিকে মুক্তি দেয়। এর পর ইসরাইল ৯০ জন ফিলিস্তিনিকে মুক্তি দেয়।

হামাস জানায়, গাজ্জা থেকে প্রতিজন ইসরাইলি বন্দির মুক্তির বিনিময়ে ইসরাইলি কারাগার থেকে ৩০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

আল জাজিরার প্রতিবেদক নিদা ইব্রাহিম জানিয়েছেন, মুক্তিপ্রাপ্তদের মধ্যে অনেক শিশু রয়েছে। তাদের মধ্যে কিছু শিশু পাথর নিক্ষেপের হাস্যকর অভিযোগে আটক ছিল।

মুক্তিপ্রাপ্তদের তালিকায় খালিদা জারার নামের এক রাজনীতিবিদও রয়েছেন। তিনি অধিকৃত পশ্চিম তীরে পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন (পিএফএলপি)-এর নেতা। ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে তিনি একাধিকবার কারাবরণ করেছিলেন।

ফিলিস্তিনি বন্দি ও সাবেক বন্দি বিষয়ক কমিশন এবং প্যালেস্টিনিয়ান প্রিজনার্স সোসাইটির তথ্য অনুযায়ী, দখলকৃত পশ্চিম তীরের ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনি ইসরাইলি কারাগারে বন্দি রয়েছেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img