ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের জনগণের সঙ্গে ভারতের দীর্ঘমেয়াদী সম্পর্ক শক্তিশালী করতে পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকির সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি।
দুবাইতে অনুষ্ঠিত এই বৈঠকটি কাবুল ও দিল্লির মধ্যে অনুষ্ঠিত এখন পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ের বৈঠক বলে চিহ্নিত করা হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শ্রী রণধীর জয়সওয়াল এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল আফগান জনগণের সঙ্গে ভারতের দীর্ঘমেয়াদি সম্পর্ক আরও শক্তিশালী করা।
জয়সওয়াল আরো বলেন, “বর্তমানে কাবুলে ভারতের একটি কারিগরি মিশন সক্রিয় রয়েছে। গত বছরের বিভিন্ন সময়ে উভয় দেশের যুগ্ম সচিব পর্যায়ে বেশ কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে সর্বশেষ এই বৈঠকটি এ পর্যন্ত আমাদের সর্বোচ্চ স্তরের সম্পৃক্ততা হিসেবে বিবেচিত হয়েছে। আমরা মানবিক ও উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে নিজেদের ভূমিকা আরও বিস্তৃত করতে চাই।”
তিনি আরো বলেন, আমরা আফগান জনগণের জন্য উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখতে চাই। মানবিক সহায়তা প্রদান এবং উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে আফগান জনগণের সঙ্গে আমাদের ঐতিহ্যবাহী সম্পর্ক আরও সুদৃঢ় করতে চাই।
সূত্র: তোলো নিউজ