দেশের সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন হেফাজত ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের আওতাধীন বাকলিয়া থানার নতুন কমিটি গঠন সম্পন্ন হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) সকালে চট্টগ্রাম বাকলিয়া এলাকার নেয়ামত নুর জামে মসজিদে এই কমিটি গঠন করা হয়।
কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।
অনুষ্ঠানে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে মাওলানা জয়নাল আবেদীনকে সভাপতি, মাওলানা শাহাদাত হোসাইনকে নির্বাহী সভাপতি, মাওলানা ইকবাল খলীলকে সাধারণ সম্পাদক, মাওলানা নূর উদ্দিনকে সহ-সাধারণ সম্পাদক এবং জাহেদ হাসানকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদ্রিস, চট্টগ্রাম মহানগর সহ-সভাপতি মাওলানা জিয়াউল হাসান, মাওলানা মনজুরুল কাদের চৌধুরী, বাইজিদ থানার সভাপতি মাওলানা নুরুন্নবী, কারি মুবিনুল হক, মাওলানা আব্দুল মাবুদ, মাওলানা হেলাল উদ্দিন, জনাব সুলতান মাহমুদ, গাজী ইয়াকুব, পাঁচলাইশ থানার সেক্রেটারি মাওলানা কুতুবুদ্দিন, কেন্দ্রীয় নেতা মাওলানা জাকারিয়া, চট্টগ্রাম মহানগর নেতা জনাব কলিমুল্লাহ, মাওলানা ইয়াসিন, মাওলানা শিবলী নোমানী, মাওলানা মাহমুদুল্লাহ, মাওলানা নুরুল্লাহ মাদানী, মাওলানা আরিফ, মাওলানা মাহমুদুল হক, মাওলানা নসরুল্লাহ মাদানী, মাওলানা শোয়াইব, মো. ওমর ফারুক, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আইয়ুব, মাওলানা আতিক বিন ওসমান এবং নজরুল ইসলাম প্রমুখ।