বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২৫

গাজ্জায় যুদ্ধবিরতিতে সম্মত হামাস ও ইসরাইল

অবশেষে গাজ্জায় যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ও ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

বুধবার (১৫ জানুয়ারি) তার এই যুদ্ধবিরতিতে সম্মত হয়।

আলোচনার বিষয়ে ব্রিফ করা একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করা এই চুক্তিতে ছয় সপ্তাহের প্রাথমিক যুদ্ধবিরতির রূপরেখা রয়েছে। এ চুক্তিতো গাজ্জা থেকো ইসরাইলি বাহিনী ধীরে ধীরে প্রত্যাহার এবং ইসরাইলের হাতে আটক ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি অন্তর্ভুক্ত রয়েছে।

হামাস জানায়, হামাসের প্রতিনিধিদল মধ্যস্থতাকারীদের কাছে যুদ্ধবিরতি চুক্তি এবং বন্দীদের ফেরতের বিষয়ে তাদের সম্মতি জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ফিলিস্তিনি কর্মকর্তা রয়টার্সকে জানান, হামাস চুক্তির মৌখিক সম্মতি দিয়েছে এবং চূড়ান্ত লিখিত সম্মতি দেওয়ার জন্য আরও তথ্যের অপেক্ষায় রয়েছে।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সা’আর জানান, তিনি ইউরোপ সফর সংক্ষিপ্ত করে আজ রাতেই ইসরাইলে ফিরে আসছেন। ফিরেই তিনি নিরাপত্তা মন্ত্রিসভা ও সরকারের ভোটে অংশ নেবেন। সম্ভবত আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে এসব প্রক্রিয়া সম্পন্ন হবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img