ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের গোয়ালিয়রে পরিবারের পছন্দ করা ছেলের সাথে বিয়েতে রাজি না হওয়ায় পুলিশের সামনেই মেয়েকে গুলি করে হত্যা করলো বাবা।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত ৯টার দিকে এই ঘটনা ঘটেছে।
হত্যার কয়েক ঘন্টা আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে তনু। যেখানে তিনি বলেন, চ্ছার বিরুদ্ধে বিয়ে করার জন্য পরিবার তাকে চাপ দিচ্ছে। আমি ভিকিকে বিয়ে করতে চাই। আমার পরিবার প্রথমে রাজি হলেও, পরে ভিকিকে প্রত্যাখ্যান করে। তারা আমাকে প্রতিদিন মারধর করে ও হত্যার হুমকি দেয়। যদি আমার কিছু হয়, তাহলে আমার পরিবার দায়ী থাকবে।
বিক্রম ভিকি মাওয়াই উত্তর প্রদেশের আগ্রার বাসিন্দা। ছয় বছর ধরে তনুর সঙ্গে তার সম্পর্ক ছিল।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর, সুপারিনটেনডেন্ট ধর্মবীর সিংয়ের নেতৃত্বে পুলিশ কর্মকর্তারা বিষয়টি সুরাহা করতে তনুর বাড়িতে ছুটে যান।
একপর্যায়ে তনু বাড়িতে থাকতে অস্বীকৃতি জানান। নিরাপত্তার জন্য তাকে ওয়ান-স্টপ সেন্টারে নিয়ে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু তার বাবা মহেশ তার সঙ্গে একান্তে কথা বলার জন্য জোর করেন। তিনি তাকে রাজি করাতে পারবেন বলে জানান মহেশ। এরপর পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে। তনু বাবার কথায় রাজি না হলে মহেশ তার মেয়ের বুকে গুলি চালান। একই সঙ্গে তনুর কপাল, ঘাড়সহ চোখ ও নাকের মাঝখানে গুলি চালান তার চাচাতো ভাই রাহুল। তনু তাৎক্ষণিক লুটিয়ে পড়েন ও প্রাণ হারান। এ ঘটনার পর মহেশকে আটক করা হয়েছে। কিন্তু রাহুল পালিয়ে যান।
সূত্র: এনডিটিভি