বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২৫

দীর্ঘ কারাজীবনের পর ‘আজ মুক্তি পাচ্ছেন’ বাবর

দীর্ঘ কারাজীবনের পর অবশেষে আজ মুক্তি পাচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নেতা লুৎফুজ্জামান বাবর।

আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ২টায় তিনি কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাবেন। বিষয়টি নিশ্চিত বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ২টায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর কেরানীগঞ্জের কারাগার থেকে মুক্তি পাবেন। এরপর তিনি নেতাকর্মীদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ দলের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এরপর তিনি গুলশানের বাসায় যাবেন।

প্রসঙ্গত, লুৎফুজ্জামান বাবর ১৯৯১ সালে নেত্রকোনা-৪ (মদন-খালিয়াজুরী-মোহনগঞ্জ) আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনেও তিনি বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০০১ সালে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হলে তাকে বিএনপি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়। তিনি বিএনপির প্রভাবশালী নেতাদের একজন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img