চিকিৎসা খাতে তুরস্কের সাথে সহযোগিতার সম্পর্ক গভীর করতে চায় সুলতান সুলাইমান আল-কানুনীর আমলে উসমানী সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ নৌ-ঘাঁটি হিসেবে ব্যবহৃত হওয়া আফ্রিকার দেশ জিবুতি।
দেশটির রাজধানীতে তুর্কি ট্রান্সপ্লান্ট ফাউন্ডেশনের এক আয়োজনে প্রধানমন্ত্রী আব্দুল কাদের মুহাম্মদ একথা জানান।
তিনি বলেন, চিকিৎসা খাতে তুরস্কের সাথে সহযোগিতার সম্পর্ক আরও গভীর করতে চায় জিবুতি। এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এছাড়া দেশে জাতীয় অঙ্গ প্রতিস্থাপন কেন্দ্র প্রতিষ্ঠার প্রয়োজন দেখা দিয়েছে। যার জন্য তুরস্কের সহায়তা দরকার। এবিষয়ে তুর্কি ট্রান্সপ্লান্ট ফাউন্ডেশনের সাথে আমাদের আলাপ হয়েছে।
অনুষ্ঠানে অঙ্গ দান ও ট্রান্সপ্ল্যান্ট বা প্রতিস্থাপন সম্পর্কিত বিধি-নিষেধ আরও কঠোর করার এবং জনসচেতনতা বাড়ানোর উপর জোর দেওয়া হয়।
সংবাদমাধ্যমের তথ্যমতে, এখন পর্যন্ত জিবুতির ২০ জন নাগরিক তুরস্কে সফল অঙ্গ প্রতিস্থাপনের সুবিধা পেয়েছেন। এছাড়া প্রশিক্ষণ ও শিক্ষা প্রদানের মাধ্যমে দেশটির স্থানীয়দের দক্ষতা বাড়াতে সহায়তা করে যাচ্ছে তুর্কি ট্রান্সপ্লান্ট ফাউন্ডেশনের লোকজন।
গত কয়েক বছরে তুরস্কের সাথে জিবুতির রাজনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক উল্লেখযোগ্য হারে শক্তিশালী হয়েছে। স্বাস্থ্যসেবা ও সহযোগিতার অন্যান্য ক্ষেত্রগুলোতে আঞ্চলিক উন্নয়নের লক্ষ্যে জিবুতিকে বিশেষজ্ঞ সেবা এবং প্রশিক্ষণ দিয়ে সহায়তা করে যাচ্ছে।
সূত্র: মিডল ইস্ট মনিটর