ভারতীয় কর্মীদের ভিসা প্রদান প্রক্রিয়ায় কঠোর নিয়ম চালু করেছে সৌদি আরব। ভারতের বহু মানুষ দেশটিতে গৃহকর্মী ও শ্রমিক হিসেবে নিয়োজিত রয়েছেন। নতুন নিয়ম অনুযায়ী, সৌদিতে কাজ করতে ইচ্ছুক ভারতীয় কর্মীদের পেশাগত দক্ষতা ও শিক্ষাগত যোগ্যতার প্রমাণ দিতে হবে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) থেকে এই নিয়ম কার্যকর হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নতুন নিয়মের মূল লক্ষ্য হলো সৌদিতে কম প্রশিক্ষিত কর্মীদের সংখ্যা কমানো। ছয় মাস আগে এই কঠোর নিয়ম প্রস্তাব করা হয়েছিল। কর্মকর্তারা জানিয়েছেন, ভারতে পর্যাপ্ত প্রশিক্ষণ কেন্দ্রের অভাবের কারণে সৌদি আরবে যাওয়া কর্মীদের মান অনেক ক্ষেত্রেই কম।
সৌদি আরবের পক্ষ থেকে বলা হয়েছে, ভিসা প্রক্রিয়ায় পেশাগত যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। সৌদি যেতে আগ্রহী ভারতীয় কর্মীদের এখন থেকে পেশাগত দক্ষতা প্রমাণিত না হলে ভিসা মঞ্জুর করা হবে না।
উল্লেখ্য, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সৌদি আরবে সর্বোচ্চ প্রবাসী কর্মী বাংলাদেশি, মোট প্রায় ২৭ লাখ। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত, যার সংখ্যা প্রায় ২৪ লাখ। এসব ভারতীয়দের মধ্যে ১৭ লাখ বেসরকারি প্রতিষ্ঠানে এবং ৭ লাখ ৮৫ হাজার গৃহকর্মী।
সূত্র: এনডিটিভি