বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

রড উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ আফগানিস্তান: বড় আকারে রপ্তানির প্রস্তুতি শুরু

ইস্পাত খাতে উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করায় বিদেশে বড়মাত্রায় রড রপ্তানি শুরু করতে যাচ্ছে তালেবান নেতৃত্বাধীন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দেশটির শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ইস্পাত খাতে উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান। উন্নত ও আন্তর্জাতিক মানসম্পন্ন হওয়ায় আন্তর্জাতিক বাজারে ‘সিখ গোল’ নামে প্রসিদ্ধ আফগান রডের চাহিদাও বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি তুর্কমেনিস্তান আমাদের কাছ থেকে দেড় লক্ষ টন রড কেনার ঘোষণা দিয়েছে।

অপরদিকে মন্ত্রণালয়ের মুখপাত্র আখুন্দজাদা আবদুল সালাম জাওয়াদ সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন যে, রড রপ্তানির জন্য তুর্কমেনিস্তানের সাথে আফগানিস্তানের আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সংবাদমাধ্যমের তথ্যমতে, এর আগে গত বছর পাকিস্তানে সফলভাবে ৬০ হাজার টন স্টিল ও রড রপ্তানি করেছিলো আফগানের ইমারাতে ইসলামিয়ার সরকার, যা আঞ্চলিক বাজারে আফগান পণ্যের ক্রমবর্ধমান চাহিদার জানান দেয়।

বর্তমানে আফগানিস্তানে বেশ কয়েকটি স্টিল মিল বা ইস্পাত কারখানা রয়েছে। যার তিনটি প্রধান উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচালিত হয়ে আসছে। প্রায় ৪,০০০ কর্মী সেখানে কাজ করছেন। কারখানাগুলো উচ্চ মানের স্টিল ও রড উৎপাদনের জন্য পরিচিত, যা ধীরে ধীরে আঞ্চলিক ও বিশ্ব বাজারেও জনপ্রিয়তা অর্জন করছে।

ইস্পাত কারখানার কর্মকর্তারা জানান, তাদের পণ্যের প্রতি বাইরের দেশগুলোর আগ্রহ ও চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই প্রবণতা আফগানিস্তান ও উৎপাদন খাতের জন্য ইতিবাচক।

এছাড়াও জানান, সফল রপ্তানি চুক্তিগুলো আফগানিস্তানের ইস্পাত উৎপাদন সক্ষমতাকেই কেবল প্রদর্শন করে না, বরং দেশের অর্থনীতির সম্ভাব্য উন্নতিরও ইঙ্গিত দেয়।

সূত্র: বাখতার

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img