ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানে সবচেয়ে প্রাকৃতিক দুর্যোগ ঘটে শীতের মৌসুমে। এই সময় দেশের তাপমাত্রা সর্বনিম্ন মাইনাস ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। চিকিৎসার অভাবে মারা যায় অনেক মানুষ। আর ঠিক এই দুর্যোগপূর্ণ সময় কাবুলের পাশে দাঁড়িয়েছে জাপান। আফগানিস্তানের স্বাস্থ্য খাতে ১.৫ মিলিয়ন ডলার অনুদান দিয়েছে টোকিও।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)।
বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানের গুরুতর স্বাস্থ্য সমস্যা মোকাবেলার উদ্দেশ্য অতিরিক্ত আর্থিক সহায়তা প্রদান করেছে জাপান। এই সহায়তা কান্দাহার, ফারইয়াব ও নানগার্হার প্রদেশের শিশু ও কিশোরদের চিকিৎসা পরিসেবা কার্যক্রমে ব্যয় করা হবে।
উল্লেখ্য, আফগানিস্তানের মানবিক সংকট নিরসনে বিশ্বের বিভিন্ন দেশ সহ জাপানের আর্থিক সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা দেশটির বৈদেশিক সম্পদ আটকে রেখেছে বিশ্ব ব্যাংক ও মার্কিন যুক্তরাষ্ট্র। এছাড়াও চাপিয়ে দেওয়া হয়েছে বেশ কিছু অযৌক্তিক নিষেধাজ্ঞা। এসব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে তালেবানের নেতৃত্বাধীন আফগান প্রশাসন।
সূত্র: কেপি