তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের দখলদারিত্ব নীতি শুধুমাত্র আঞ্চলিক দেশগুলোর জন্য নয়, বরং আন্তর্জাতিক সম্প্রদায় এবং বৈশ্বিক ন্যায়বিচারের জন্যও সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) ইস্তাম্বুলে তুরস্কভিত্তিক জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন তিনি।
এসময় তাকে, দক্ষিণ সিরিয়ায় ইসরাইলের দখলদারিত্বের কারণে তুরস্ক ও ইসরাইলের মধ্যে সরাসরি সংঘাতের সম্ভাবনা কতটুকু তা নিয়ে প্রশ্ন করা হয়। প্রশ্নের জবাবে ফিদান বলেন, এটি শুধু তুরস্কের সমস্যা নয়, বৈশ্বিক সমস্যাও বটে।
এই প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “আমরা আমাদের আঞ্চলিক মিত্র, বৈশ্বিক শক্তি এবং অংশীদারদের সঙ্গে একত্রে ইসরাইলের দ্বারা সৃষ্ট বৈশ্বিক ও আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলা করব।”
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড