ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের নিরাপত্তাবিষয়ক উগ্র ডানপন্থী মন্ত্রী ইতেমার বিন গাভির বলেছেন, গাজ্জায় যুদ্ধবিরতি হলে ইসরাইলের সামরিক অর্জন ব্যর্থ হবে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
ইতেমার বলেন, যদি গাজ্জায় যুদ্ধবিরতি ও বন্দীবিনিময় চুক্তি বাস্তবায়িত হয়, তাহলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নেতৃত্বাধীন জোট থেকে পদত্যাগ করবে তার দল জেওয়িশ পাওয়ার পার্টি।
তিনি বলেন, এই চুক্তি সম্পন্ন হলে গাজ্জায় আমাদের যেসব অর্জন রয়েছে, সব ব্যর্থ হবে। সেজন্য এটি আমাদের জন্য অসম্মানজনক বলেও বিবেচিত হবে।
তিনি আরও বলেন, গাজ্জায় যদি সামরিক অভিযান অব্যাহত থাকে, তাহলেই কেবল তার দল জোটে থাকবে। আর যদি গাজ্জায় অভিযান বন্ধ করে দেয়া হয়, তাহলে তার দল জোটে থাকবে না।
উগ্র ডানপন্থী এই মন্ত্রী বলেন, জেওয়িশ পাওয়ার পার্টি নেতানিয়াহুকে উৎখাত করবে না। তাকে প্রধানমন্ত্রী হিসেবে থাকতেও দেবে। তবে তারা এই চুক্তির অংশ হবে না।
উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ও কাতার বুধবার গাজ্জায় যুদ্ধবিরতি ও বন্দীবিনিময় চুক্তি ঘোষণা করেন। যার মধ্যে দক্ষিণ গাজার ফিলাডেলফি করিডোর থেকে ইসরাইলি বাহিনী প্রত্যাহারও অন্তর্ভুক্ত রয়েছে।
সূত্র : ইয়েনি শাফাক