শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

৩৩ জিম্মির বিনিময়ে ১ হাজার ৯৭৭ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরাইল

গাজ্জায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে ৩৩ জিম্মিকে মুক্তি দিবে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। এর বিনিময়ে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিভিন্ন কারাগারে বন্দি ফিলিস্তিনিদেরে মধ্যে ১৯৭৭ জনকে মুক্তি দিবে দেশটির সরকার।

শুক্রবার (১৭ জানুয়ারি) ইসরাইলি সংবাদমাধ্যমগুলো নিশ্চিত করেছে এ তথ্য।

এর মধ্যে বিরতির প্রথম দিন রোববার ৯৫ জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে। এই ফিলিস্তিনিদের মধ্যে ৬৯ জন নারী, ১৬ জন পুরুষ এবং ১০ জন অপ্রাপ্তবয়স্ক। মুক্তির অপেক্ষায় থাকা ৯৫ জনের নামও প্রকাশ করেছে বিচার বিষয়ক মন্ত্রণালয়।

এর বিনিময়ে একই দিন নিজেদের কব্জায় থাকা জিম্মিদের মধ্যে থেকে ৩ জনকে ছেড়ে দেবে হামাস। এ ৩ জনের নাম ইতোমধ্যে ইসরায়েলের সরকারের কাছে পাঠিয়েছে গোষ্ঠীটি।

চুক্তির শর্ত অনুসারে, আগামী ৬ সপ্তাহেগ সাত দফায় মুক্তি দেওয়া হবে এই ৩৩ ইসরায়েলি জিম্মি এবং ১ হাজার ৯৭৭ জন ফিলিস্তিনিকে।

সূত্র : আনাদোলু এজেন্সি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img