শনিবার, জানুয়ারি ১১, ২০২৫

ইমরান খানের সঙ্গে দেখা করতে ব্যর্থ পিটিআই; তৃতীয় দফা আলোচনার দাবি

পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) বৃহস্পতিবার ইমরান খানের সাথে সাক্ষাৎ করার চেষ্টা করলেও সফল হয়নি। তবে, দলটি তৃতীয় দফা আলোচনায় তাদের লিখিত দাবি জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এসব তথ্য জানায়।

গত বছর ডিসেম্বরের শেষ সপ্তাহে রাজনৈতিক অস্থিতিশীলতা কমানোর উদ্দেশ্যে সরকার ও পিটিআইয়ের মধ্যে আলোচনা শুরু হয়। কিন্তু কয়েক সপ্তাহ ধরে আলোচনা চলার পরেও বিচার বিভাগীয় কমিশন গঠন এবং পিটিআই বন্দীদের মুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা তেমনভাবে এগোয়নি।

পিটিআইয়ের আইনজীবী ফয়সাল চৌধুরী জানান, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে পিটিআইয়ের আলোচনাকারী দলের বৈঠক আয়োজনের জন্য আদিয়ালা প্রশাসনের সাথে যোগাযোগ করতে বলা হয়েছিল। তবে দিনভর চেষ্টার পরেও জেল কর্তৃপক্ষ তাদের ইমরান খানের সাথে দেখা করার অনুমতি দেয়নি।

পেশোয়ারের খাইবার পাখতুনখোয়া তথ্য বিভাগে এক পৃথক সংবাদ সম্মেলনে পিটিআই মুখপাত্র শেখ ওয়াক্কাস আকরাম ৯ মে ও ২৬ নভেম্বরের দমন-পীড়নের তদন্তের জন্য বিচার বিভাগীয় কমিশন গঠন করে সরকারের প্রতি সংলাপের প্রতি গুরুত্ব প্রদর্শনের আহ্বান জানান।

পিটিআই নেতা আকরাম বলেন, “আমরা সাড়ে তিন মাস ধরে ইমরান খানের সাথে যোগাযোগ করতে পারছি না। ইমরান খানের সাথে সাক্ষাৎ আমাদের মৌলিক অধিকার, যা থেকে আমাদের বঞ্চিত করা হয়েছে।”

তিনি আরো বলেন, “ইমরান খান সরকারের সাথে তৃতীয় পর্যায়ের আলোচনায় তার দলের মধ্যস্থতাকারীদের লিখিতভাবে দাবি উপস্থাপনের অনুমতি দিয়েছেন।”

সূত্র: ডন

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img