শনিবার, জানুয়ারি ১১, ২০২৫

লস অ্যাঞ্জেলেসে লুটপাট থামাতে কারফিউ জারি

ভয়াবহ দাবানলে পুড়ছে আমেরিকার লস অ্যাঞ্জেলেস। এর মধ্যেই শুরু হয়েছে ব্যাপক লুটপাট। সেখানে লুটপাট থামাতে জারি করা হয়েছে কারফিউ।

আজ শুক্রবার (১০ জানুয়ারি) রাতে রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আমেরিকার সম্প্রচারমাধ্যম সিএনএন জানিয়েছে, লস অ্যাঞ্জেলেস কাউন্টির বিভিন্ন এলাকায় সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।

লস অ্যাঞ্জেলেস কর্তৃপক্ষ জানিয়েছে, লুটপাটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

স্থানীয় কর্মকর্তারা বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। আগুন নিয়ন্ত্রণে কাজ করা উদ্ধারকর্মী ও স্বাস্থ্যকর্মী ছাড়া দাবানল এলাকায় সর্বসাধারণের উপস্থিতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

যদি কেউ কারফিউ লঙ্ঘন করে বাইরে বের হয়, তাকে ১ হাজার ডলার পর্যন্ত জরিমানা অথবা ৬ মাসের কারাদণ্ড দেওয়া হবে বলেও জানিয়েছেন লস অ্যাঞ্জেলেস কাউন্টির কর্মকর্তারা।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম কড়া ভাষায় বলেন, ‘যারা বিপদগ্রস্ত সম্প্রদায়ের সুযোগ নিতে চাইছেন, তাদের স্পষ্ট ভাষায় বলতে চাই, লুটপাট সহ্য করা হবে না।’

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img