ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকি এবং সংযুক্ত আরব আমিরাতের অর্থমন্ত্রী আবদুল্লাহ বিন তওক আল-মারির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সংযুক্ত আরব আমিরাতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, বৈঠকে খনিজ সম্পদ ব্যবস্থাপনা, কৃষি যান্ত্রিকীকরণ, কৃষিপণ্য বিপণন, বাণিজ্য সহজীকরণ এবং বাণিজ্য ও পরিবহন সংযোগ উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
এছাড়াও, আফগান শ্রমিকদের সংযুক্ত আরব আমিরাতে প্রেরণ, ব্যাংকিং সম্পর্ক স্বাভাবিককরণ এবং দুই দেশের চেম্বার অব কমার্সের মধ্যে সহযোগিতা নিয়েও আলোচনা হয়।
বৈঠকে সংযুক্ত আরব আমিরাতের অর্থমন্ত্রী আবদুল্লাহ বিন তওক আল-মারি আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করার প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেন।
উল্লেখ্য, মাওলানা আমির খান মুত্তাকির নেতৃত্বে আফগান প্রতিনিধি দল গত সোমবার সংযুক্ত আরব আমিরাতে সরকারি সফরে যায়। সফরের অংশ হিসেবে তারা আরব আমিরাতের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এছাড়াও, তারা ভারতের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করেন।