বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উন্নত চিকিৎসার জন্য তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ারকে লন্ডন পাঠাতে পরিবহন ও লজিস্টিক সহায়তার ব্যবস্থা করায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
আজ শুক্রবার (১০ জানুয়ারি) তারেক রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক স্ট্যাটাসে এই কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, ‘আমার মায়ের জন্য পরিবহন ও লজিস্টিক সহায়তার ব্যবস্থা করায় আমি কাতারের আমিরের প্রতি গভীর কৃতজ্ঞ। এটি তাঁর চিকিৎসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।’
তারেক রহমান বলেন, ‘আমার পরিবার এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এই উদার সহায়তার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা কাতার ও বাংলাদেশের মধ্যে স্থায়ী ও বহুমুখী সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা করছি।’
সূত্র: বাসস