বৃহস্পতিবার, জানুয়ারি ৯, ২০২৫

ফেলানীর পরিবারের দায়িত্ব নিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

কুড়িগ্রামের আলোচিত ফেলানী খাতুন হত্যাকাণ্ডের ১৪ বছর পেরিয়ে গেলেও বিচার না পাওয়ায় হতাশায় ছিল ফেলানীর পরিবার। ১৪ বছর পর অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিচারের আশা নিয়ে দেখা করতে ঢাকা এসেছিল পরিবারটি। সেই আশা থেকে ফেলানীর ভাইদের চাকরি দেওয়া ও পরিবারের ভরণপোষণের দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে আসিফ মাহমুদের বাসভবনে দেখা করেন ফেলানীর বাবা নুর ইসলাম, মা জাহানারা বেগম ও ছোট ভাই জাহান উদ্দিন।

বিষয়টি নিশ্চিত করে নিহত ফেলানী খাতুনের ছোট ভাই জাহান উদ্দিন বলেন, গতকাল রাতে আমরা আসিফ ভাইয়ের (আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া) সঙ্গে দেখা করেছি। আমরা অনেকটা চিন্তামুক্ত, তিনি আমার বোনের হত্যার সঠিক বিচারের আশ্বাস দিয়েছেন। এ ছাড়াও তিনি আমাদের তিন ভাইয়ের পড়াশুনা শেষ করে চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img