পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় নিরপরাধ জওয়ানদের মুক্তির দাবিতে সাত দফা দাবি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকারের নেতৃত্বে ৯ সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনায় পৌঁছেছেন।
বুধবার (৮ জানুয়ারি) দুপুর দেড়টায় পুলিশি প্রহরায় এই প্রতিনিধি দল যমুনায় যায়।
প্রতিনিধিদলের মধ্যে তিনজন ছাত্র প্রতিনিধি এবং ছয়জন বিডিআরের পরিবার সদস্য রয়েছেন। তারা বিডিআরের নিরপরাধ সদস্যদের মুক্তির পাশাপাশি হত্যাকাণ্ডের ঘটনার পুনঃতদন্তের দাবি জানিয়েছেন।
পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টার দিকে পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি, নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তি এবং বিনাদোষে চাকুরি হারানো বিডিআর পরিবারের সদস্যদের বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালনে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন। এরপর তারা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে পদযাত্রা শুরু করেন। তবে শাহবাগ থানার সামনে পৌঁছানোর পর পুলিশ তাদের অগ্রসর হতে বাধা দেয়। পুলিশি বাধার পর, আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যস্থতায় একটি প্রতিনিধি দল তাদের দাবি-দাওয়া সম্বলিত স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনে যায়, অন্যরা শাহবাগে অবস্থান করে।