বৃহস্পতিবার, জানুয়ারি ৯, ২০২৫

আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীকে বিচারের মুখোমুখি করবে হামাস

আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছে ফিলিস্তিনে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটির সিনিয়র নেতা ওসামা হামদান বলেছেন, ফিলিস্তিনিদের সঙ্গে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল যে অপরাধ করেছে সেটির সহযোগী ছিলেন ব্লিঙ্কেন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) আলজেরিয়ায় এক সংবাদ সম্মেলনে ওসামা হামদান এসব কথা বলেন।

তিনি বলেন, “ব্লিঙ্কেনের বিবৃতি বিভ্রান্তিকর। আমরা তাদের বিশ্বাস করি না। আমাদের জনগণের বিরুদ্ধ হওয়া অপরাধের সহযোগী হিসেবে তাকে বিচারের মুখোমুখি করা হবে। ফিলিস্তিনিদের নির্মূল করার সহযোগী তিনি।”

গত সপ্তাহে নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ব্লিঙ্কেন দাবি করেন, হামাসের জন্য গাজ্জায় যুদ্ধবিরতি সম্ভব হচ্ছে না। এছাড়া হামাসের বিরুদ্ধে বিশ্বনেতারা এক্যবদ্ধ হচ্ছে না বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, “ইসরাইলের শর্ত ছাড়া গাজ্জার পুনর্গঠনের কাজ হতে হবে। আমি আশা খুব দ্রুত আমরা তা অর্জন করতে পারব।”

গাজ্জাকে শাসন করার জন্য একটি জাতীয় কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন হামদান। যেখানে দুর্নীতিবাজরা গাজ্জার মানুষের ওপর নিপীড়ন চালাতে পারবে না। এছাড়া সিরিয়ার নতুন সরকারও তাদের পাশে থাকবেন বলে আশা ব্যক্ত করেন তিনি।

ব্লিঙ্কেনের পাশাপাশি ইহুদিবাদী যুদ্ধাপরাধী ইসরাইলি সেনাদেরও আইনের মুখোমুখি করা হবে বলে জানান তিনি।

ওসামা হামদান বলেছেন, ইসরাইলের সঙ্গে আলোচনা করে তারা বুঝতে পেরেছেন শুধুমাত্র অস্ত্রের শক্তি প্রয়োগের মাধ্যমেই ফিলিস্তিনিদের স্বাধীনতা এনে দেওয়া সম্ভব।

সূত্র: টাইমস অব ইসরাইল

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img