বৃহস্পতিবার, জানুয়ারি ৯, ২০২৫

এরদোগান আমার বন্ধু ও তাকে আমি সম্মান করি: ডোনাল্ড ট্রাম্প

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানকে ‘বন্ধু’ হিসেবে আখ্যায়িত করেছেন আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (৭ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এসময় ট্রাম্পকে সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহারের বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “এই মুহূর্তে বিষয়টি সম্পর্কে বিস্তারিত কোন কিছু বলার সুযোগ নেই। কারণ এটি আমাদের সামরিক কৌশলের একটি অংশ। কিন্তু আমি শুধু এতটুকু বলতে চাই, তা হল এর পেছনে রয়েছে তুরস্ক।”

ট্রাম্প আরও বলেন, “তুরস্কের প্রেসিডেন্ট আমার একজন বন্ধু। তিনি এমন একজন ব্যক্তিত্ব যাকে আমি সম্মান করি। আশা করি সেও আমাকে সম্মান করে।”

তিনি বলেন, “সিরিয়ার বিষয়টি আপনি যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন, সেখানে রাশিয়া দুর্বল হয়ে পড়েছে, ইরান দূর্বল হয়ে পড়েছে। সেখানে এরদোগান তার লোককে ভিন্ন পন্থা ও ভিন্ন নামে প্রেরণ করেছিল। এবং তার লোক সেইখানে গিয়ে অঞ্চলটির উপর নিজেদের কর্তৃত্ব স্থাপন করেছে।”

উল্লেখ্য, সিরিয়াতে প্রায় ২ হাজারের কাছাকাছি মার্কিন সৈন্যের অবস্থান রয়েছে।

সূত্র: আনাদোলু

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img