বুধবার, জানুয়ারি ৮, ২০২৫

গাজ্জার আরও ২ হাসপাতালে হামলা চালাবে ইসরাইল

গাজ্জার আরও দুই হাসপাতালে হামলার হুমকি দিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী। সেখান থেকে রোগী ও চিকিৎসকদের অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ জারি করেছে ইসরাইল। ওই দুটি হাসপাতালের অনেকেই এসেছেন ধ্বংসপ্রাপ্ত কামাল আদওয়ান হাসপাতাল থেকে।

শনিবার (৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি বাহিনীর আক্রমণে হুমকিতে রয়েছে উত্তর গাজ্জার সবচেয়ে জটিল দুটি হাসপাতাল। সেখান থেকে অবিলম্বে কর্মী ও রোগীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে তারা। অথচ জাতিসংঘ অবরুদ্ধ অঞ্চলে চিকিৎসা সুবিধার ওপর হামলা বন্ধ করার জন্য ইসরাইলকে অনুরোধ করেছে। কিন্তু পরিস্থিতি বলছে, ইসরায়েল সে অনুরোধ এবারও রাখবে না।

শুক্রবার ইসরাইল সৈন্যরা বেইত লাহিয়ার ইন্দোনেশিয়ান হাসপাতাল ঘেরাও করে। যেখানে অনেক বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img