বুধবার, জানুয়ারি ৮, ২০২৫

গুঁড়িয়ে দেওয়া হলো নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পার্টি অফিস

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে ছাত্রলীগের পার্টি অফিস ভেঙে দিয়েছেন শহীদ শামসুল হক হলের শিক্ষার্থীরা।

শুক্রবার (৩ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে আব্দুল জব্বার মোড়ে অবস্থিত ছাত্রলীগের অফিসটি ভাঙচুরের পর বুলডোজার দিয়ে পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, শিক্ষার্থীরা প্রথমে ভবনটি ভাঙতে লাঠি ও ইটপাটকেল নিক্ষেপ করে। পরে একটি বুলডোজারের মাধ্যমে ভবনটি পুরোপুরি ধ্বংস করা হয়। এসময় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন এবং তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

শহীদ শামসুল হক হলের এক শিক্ষার্থী বলেন, আজ নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাকৃবি থেকে ছাত্রলীগের অস্তিত্ব মুছে ফেলা হয়েছে। কেউ যদি এই সংগঠনকে পুনর্বাসনের চেষ্টা করে, আমরা তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেবো।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img