মঙ্গলবার, জানুয়ারি ৭, ২০২৫

গাজ্জায় গত ২৪ ঘন্টায় ৭১ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল

গাজ্জা ভূখণ্ডে গত ২৪ ঘন্টায় ৭১ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। আর এ সময়ের মধ্যে ২৪ বার বিমান হামলা চালিয়েছে ইসরাইলি সেনারা।

শুক্রবার (৩ জানুয়ারি) গাজ্জার মিডিয়া অফিসের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি বাহিনী গত ২৪ ঘণ্টায় ৩৪টি বিমান হামলা চালিয়েছে। গাজ্জা উপত্যকাজুড়ে নিরস্ত্র বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চালানো এই হামলায় ৭১ ফিলিস্তিনি নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন।

গাজ্জার মিডিয়া অফিস এক বিবৃতিতে জানায়, ইসরাইলি বাহিনী চিকিৎসা ও বেসামরিক প্রতিরক্ষা দলকে নিহতদের লাশ সরিয়ে নেওয়ার জন্য হামলাস্থলে পৌঁছাতে বাধা দিয়েছে এবং বিশেষ করে গাজ্জা এবং উত্তর গাজ্জায় রাস্তায় লাশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img