রবিবার, জানুয়ারি ৫, ২০২৫

শহীদ মিনারে কর্মসূচি পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আয়োজিত কর্মসূচি আজ মঙ্গলবার বিকালে পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ বলেন, আমরা ঘোষণাপত্র দিতে চেয়েছি। রাষ্ট্রের পক্ষ থেকে সমর্থন চেয়েছি, রাজনৈতিক দলগুলোর কাছে গিয়েছে। কিন্তু আমরা যাতে এই দলিল উপস্থাপন না করি সেজন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র হয়েছে। আমরা প্রাথমিক বিজয় অর্জন করেছি। সরকার আমাদের প্রক্লেমেশনের ব্যাপারে হাঁ-বাচক কথা বলেছে।

এর আগে রাতে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণাপত্র দেওয়ার পরই জরুরি বৈঠকে বসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এতে জুলাই গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিত, ঐক্যের ভিত্তি ও জনগণের অভিপ্রায় ব্যক্ত হবে। সকলের অংশগ্রহণের মাধ্যমে কিছুদিনের মধ্যেই সর্বসম্মতিক্রমে এ ঘোষণাপত্র প্রস্তুত করা হবে।

গত রোববার আনুষ্ঠানিকভাবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার এই কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আব্দুল হান্নান মাসউদ বলেছিলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র আয়োজনে মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে দেড় থেকে আড়াই লাখ মানুষের সমাগম হতে পারে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img