রবিবার, জানুয়ারি ৫, ২০২৫

সংখ্যালঘুদের উপর হামলা রাজনৈতিক কারণে ঘটেছে: ধর্ম উপদেষ্টা

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যতগুলো হামলার ঘটনা ঘটেছে তার একটিও ধর্মীয় উগ্রবাদের কারণে ঘটেনি, রাজনৈতিক কারণে ঘটেছে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

আজ সোমবার (৩০ ডিসেম্বর) পটুয়াখালী ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক, মসজিদের খতিব ও ইমাম-মুয়াজ্জিনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিপ্লবের পরে কিছু বিক্ষুব্ধ মানুষ এসব ঘটনা ঘটিয়েছে। ৫ই অগাস্টের পরে সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনায় ৯৩টি মামলা হয়েছে। ইতোমধ্যে ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে আরও যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে, এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে।

আ ফ ম খালিদ হোসেন বলেন, বিভিন্ন দেশে বাংলাদেশকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। যারা অপপ্রচার চালাচ্ছেন, তাদের দেশেই সংখ্যালঘুদের কচুকাটা করা হচ্ছে।

তিনি ইমাম, মুয়াজ্জিন, খতিবদের জন্য যথাযত বেতন কাঠামো তৈরি এবং দুইটি উৎসব বোনাস প্রদানে কাজ করার কথা জানান। এছাড়া মসজিদের ব্যাপারে নীতিমালা করার কথাও জানান তিনি।

সূত্র: বিবিসি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img