শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪

ইসরাইল নতুন শর্ত আরোপ করায় পিছিয়ে গেল গাজ্জার যুদ্ধবিরতি চুক্তি

যুদ্ধ বিরতি ও বন্দি বিনিময়ের বিষয়ে নতুন শর্ত আরোপ করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। এর ফলে আবারও বিলম্বিত হচ্ছে গাজ্জার যুদ্ধবিরতি চুক্তি।

বুধবার (২৫ ডিসেম্বর) এক বিবৃতিতে এ বিষয়টি জানায় ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

বিবৃতিতে বলা হয়, গাজ্জা থেকে ইসরাইলি সৈন্য প্রত্যাহার, যুদ্ধবিরতি, কারাবন্দি ও বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ঘরে ফেরার বিষয়ে নতুন শর্ত আরোপ করেছে ইসরাইল। যার ফলে চুক্তি স্বাক্ষরিত হতে বিলম্ব হচ্ছে।

ইসরাইলের পক্ষ থেকে নতুন কী ধরনের শর্ত আরোপ করা হয়েছে তা নিশ্চিত করেনি হামাস। অন্যদিকে, এ বিষয়ে এখন পর্যন্ত কোনও মন্তব্য করেনি ইসরাইল।

উল্লেখ্য, এ মূহুর্তে ইসরাইলি কারাগারে প্রায় ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনি বন্দি রয়েছেন। অন্যদিকে, গাজ্জায় হামাসের কাছে প্রায় ১০০ ইসরাইলি আটক রয়েছে। তবে ইসরাইলি বিমান হামলার কারণে ইতিমধ্যেই এসব বন্দিদের মধ্য থেকে কয়েক ডজন নিহত হয়েছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img