অবিভক্ত পাকিস্তানের প্রতিষ্ঠাতা কায়েদে আজম মুহাম্মাদ আলী জিন্নাহ‘র ১৪৮তম জন্মবার্ষিকী আজ বুধবার (২৫ ডিসেম্বর)। এ উপলক্ষ্যে পাকিস্তানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারি-বেসরকারি নানা প্রতিষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
পাকিস্তানের মসজিদগুলোতে বিশেষ দু‘আ ও মুনাজাতের আয়োজন করা হয়েছে।
এছাড়া পাক সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা করচিতে কায়েদে আজমের কবরে শ্রদ্ধা নিবেদন করেন।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, কায়েদে আজম মুহাম্মাদ আলী জিন্নাহ স্বাধীন পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। তিনি অসামান্য প্রচেষ্টা চালিয়ে আমাদের সাধারণ জনগণকে একত্রিত করেছিলেন।
১৮৭৬ সালের ২৫ ডিসেম্বর করাচিতে জন্মগ্রহণ করেন মুহাম্মাদ আলী জিন্নাহ এবং ১৯৪৮ সালের ১১ সেপ্টেম্বর করাচিতেই মৃত্যুবরণ করেন তিনি। ১৯৪৭ সালে দেশ ভাগের সময় পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পেছনে সবচেয়ে বড় অবদান ছিল তাঁর। তিনি ১৯১৩ সাল থেকে ১৯৪৭ সালের ১৪ আগস্ট ভারতীয় মুসলিম লীগ থেকে দেশের নেতৃত্ব দেন।
সূত্র: জিও নিউজ