আওয়ামী লীগ সহ তাদের সহযোগী সব দল ও সংগঠন নিষিদ্ধ করতে হবে বলে দাবি জানিয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমীর মুহাম্মাদ নূরুল ইসলাম বুলবুল
তিনি বলেন, শুধু ছাত্র লীগ সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষিত নয় বরং আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, বঙ্গবন্ধু পরিষদ সহ আওয়ামী লীগের সহযোগী সব দল ও সংগঠন কে গণহত্যার দায়ে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা দিতে হবে।
সোমবার (২৩ ডিসেম্বর) রাতে ঢাকা মহানগর দক্ষিণের ওয়ারী থানা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা আসিফ নজরুল সহ অন্য রাজনৈতিক দলের নেতাদের মামলা প্রত্যাহার হলেও জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা এটিএম আজহারুল ইসলাম সহ রাজনৈতিক নেতৃবৃন্দের মামলা কেন প্রত্যাহার হয় না প্রশ্ন রেখে নূরুল ইসলাম বুলবুল অন্তবর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন, কোন দল বা বিদেশি কোন রাষ্ট্রের চাপে যদি জন-আঙ্খাকার বাহিরে কাজ অব্যাহত থাকে তবে ছাত্র-জনতা আবারো মাঠে নামবে। তাই জন-আঙ্খাকার বাহিরে কোন কাজ না করতে তিনি অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দকে মানবতাবিরোধী অপরাধের মিথ্যা অভিযোগে বিচারিক হত্যা করার মাধ্যমে ঐ ট্রাইব্যুনালের আওয়ামী দলীয় বিচারক, প্রসিকিউটর ও সাক্ষীরা মানবতাবিরোধী অপরাধ করেছে। তাদের সকলকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।
তিনি আরও বলেন, রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান থেকে আওয়ামী লীগের দোসরদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে। জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে প্রতিটি হত্যা, খুন, গুমের ঘটনার সাথে জড়িতদের বিচার করবে। বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে দেশে ন্যায় বিচার নিশ্চিত করা হবে।
তিনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা প্রসঙ্গে বলেন, এদেশে মুসলিম-অমুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতির যেই অটুট সেটি অব্যাহত রেখে সকল ধর্মের মানুষকে নিরাপদে ও স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালনের নিশ্চয়তা রাষ্ট্র কর্তৃক প্রদান করা হবে। রাষ্ট্রের কাছে সকলে নাগরিক হিসেবে সমান অধিকার ও মর্যাদা লাভ করবে। তাই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় দলমত ধর্মবর্ণ নির্বিশিষে নাগরিক হিসেবে সকলকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান নূরুল ইসলাম বুলবুল।
ওয়ারী পশ্চিম থানা আমীর মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারী যথাক্রমে মুহাম্মদ দেলোয়ার হোসাইন সাঈদী, মুহাম্মদ কামাল হোসাইন ও ড. মুহাম্মদ আবদুল মান্নান এবং ঢাকা মহানগর দক্ষিণের অফিস সেক্রেটারী কামরুল আহসান হাসান প্রমুখ।