গত ৮ ডিসেম্বর এক ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে সিরিয়াতে আসাদ পরিবারের দীর্ঘ শাসনের সমাপ্তি ঘটেছে। দেশটিতে ক্ষমতার পালাবদল ঘটেছে। পালিয়ে গেছেন স্বৈরশাসক বাশার আল আসাদ। আর ঠিক এই সুযোগ কাজে লাগিয়ে সিরিয়ার উপরে আগ্রাসন বৃদ্ধি করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। ইতিমধ্যে দেশটির অভ্যন্তরে ঢুকে পড়েছে ইসরাইলি বাহিনী। তথাকথিত বাফার জোনে (নিরপেক্ষ অঞ্চল) দখলদারিত্ব বৃদ্ধি করেছে। তবে এই দখলদারিত্ব ইসরাইল বেশি দিন ধরে রাখতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।
সোমবার (২৩ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এরদোগান বলেন, আজ না হয় কাল, পরিস্থিতি বিবেচনা করে সিরিয়া থেকে দখলদারিত্ব সারাতে বাধ্য হবে ইসরাইল। আর তাকে জোরপূর্বক এই কাজে বাধ্য করা হবে।
এরদোগান আরও বলেন, সিরিয়ার এই ঐতিহাসিক বিপ্লব থেকে মানুষের নজর অন্যদিকে সরিয়ে নেওয়ার জন্যই এসব সন্ত্রাসী কর্মকাণ্ড করছে ইসরাইল। দীর্ঘদিন পর সিরিয়ার মানুষ নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখছে। আর ইসরাইল চেষ্টা করছে তাদের আশা-আকাঙ্ক্ষা গুড়িয়ে দিতে।
এরদোগান জোর দিয়ে বলেন, সিরিয়ার আঞ্চলিক অখন্ডতা রক্ষা করতে তুরস্ক প্রতিজ্ঞাবদ্ধ। সিরিয়ার এই বিপ্লবকে ধরে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ তুরস্ক।
সূত্র: মিডল ইস্ট মনিটর