বুধবার, ডিসেম্বর ২৫, ২০২৪

যুদ্ধবিধ্বস্ত সিরিয়া পুনর্গঠনে এগিয়ে আসল তুরস্ক

যুদ্ধবিধ্বস্ত সিরিয়া পুনর্গঠনে সাহায্য করবে রজব তাইয়্যেব এরদোগানের দেশ তুরস্ক। এ বিষয়ে ইতিমধ্যে বেশ কয়েকটি পরিকল্পনা হাতে নিয়েছে দেশটির পরিবহন ও অবকাঠামো মন্ত্রণালয়। এই পরিকল্পনার মধ্যে সিরিয়ার ধ্বংসপ্রাপ্ত বিমানবন্দর, রাস্তাঘাট, ব্রিজ ও রেলপথসহ বহু ধরনের অবকাঠামো মেরামতের বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব বিষয় তুলে ধরেন দেশটির পরিবহন ও অবকাঠামো মন্ত্রী আবদুল কাদের উরালোগলু।

তিনি জানান, সিরিয়াতে মোট পাঁচটি বিমানবন্দর রয়েছে। এর মধ্যে দুইটি সাম্প্রতিক সময়ে চালু হয়েছে। তুরস্কের একটি দল এই দুটি বিমানবন্দর পর্যবেক্ষণ করেছেন। সেখানে বেশকিছু ত্রুটি রয়েছে। যেমন সেখানে কোন ধরনের রাডারের ব্যবস্থা নেই। এছাড়াও ১৯৯০ সালে আবিষ্কৃত কম্পিউটার বিমানবন্দরটিতে এখনো ব্যবহৃত হচ্ছে।

তিনি আরও বলেন, “মোবাইলের রাডার অ্যাপস ব্যবহার করে বিমানবন্দরটি পরিচালনা করা হচ্ছে। আর তাই সর্বপ্রথম আমরা সিরিয়ার বিমানবন্দরগুলো মেরামত করতে চাই।”

উরালোগলু বলেন, যোগাযোগের দিক থেকে বিবেচনা করলে দেখা যাবে তুরস্ক থেকে প্রায় ২০-৩০ বছর পিছিয়ে রয়েছে সিরিয়া। সেখানের অনেক মানুষ এখনো মুঠোফোন ব্যবহার করেন না। এছাড়াও রেল পথ গুলোর অবস্থা ভয়াবহ। আমরা দ্রুত এসব মেরামত করতে চাই।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img