গত বছরের অক্টোবর মাস থেকে এখন পর্যন্ত প্রায় ৮ লাখ আফগান শরনার্থীদেরকে জোরপূর্বক দেশে ফেরত পাঠিয়েছে পাকিস্তান।
আফগানিস্তানে নরওয়ে শরণার্থী কাউন্সিলের (এনআরসি) এডভোকেসি ম্যানেজার কিয়ানা আলাভি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এসব শরণার্থীদের মধ্যে অনেকের জন্ম হয়েছে পাকিস্তানে। তা সত্বেও জোরপূর্বক আফগানিস্তানে পাঠানো হয়েছে তাদের। আর পাকিস্তান থেকে জন্ম সনদ বিষয়ক কোন নথিপত্র না দেওয়ার ফলে তাড়া দেশে ফিরেও পড়েছেন বিড়ম্বনায়।
আন্তর্জাতিক শরণার্থী সংস্থা (আইওএম) জানিয়েছে, গত সপ্তাহে ৭০ হাজারেরও বেশি আফগান নাগরিকদের নিজ দেশে পাঠিয়েছে ইরান ও পাকিস্তান।
উল্লেখ্য, ২০২৪ সালে প্রায় ১২ লাখেরও বেশি আফগান নাগরিককে ফেরত পাঠিয়েছে ইরান ও পাকিস্তান।
সূত্র : তোলো নিউজ