উপমহাদেশের ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের শায়খে সানী ও ভারতের বিশিষ্ট আলেম আল্লামা কামরুদ্দিন আহমদ গোরখপুরী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ রোববার (২২ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৭টার দিকে ইন্তেকাল করেন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মুফতি আলমগীর দানিশ, উস্তাদে হাদিস জামিয়া ইসলামিয়া বানজারি ভারত।
কামরুদ্দিন আহমদ গোরখপুরী ভারতের উত্তর প্রদেশের গোরখপুর জেলায় ২ ফেব্রুয়ারি, ১৯৩৮ সালে জন্মগ্রহণ করেন। প্রাথমিক শিক্ষা ইহইয়াউল উলুম মুবারকপুর ও দারুল উলূম মৌ-এ সম্পন্ন করেন। ১৯৫৭ সালে তিনি দারুল উলুম দেওবন্দ থেকে দাওরা হাদিসের সনদ অর্জন করেন। ইসলামি শিক্ষার গভীরতায় তিনি ছিলেন অনন্য। শাইখুল ইসলাম আল্লামা সাইয়েদ হোসাইন আহমদ মাদানীসহ বিখ্যাত মুফাসসির ও মুহাদ্দিসদের কাছ থেকে তিনি হাদিস অধ্যয়ন করেন।
গোরখপুরী ১৯৬৬ সাল থেকে দারুল উলুম দেওবন্দে শিক্ষকতা শুরু করেন। কর্মজীবনে তিনি সহিহ বুখারি, সহিহ মুসলিম, সুনানে নাসায়ি তাফসির ইবনে কাসিরসহ বিভিন্ন উচ্চমার্গের গ্রন্থের পাঠদান করেন। দীর্ঘ শিক্ষকতার জীবনে তিনি দারুল উলুম দেওবন্দে নাজিমে তালিমাত, একাডেমিক প্রশাসক, ওয়ার্ডেনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
তিনি সুফিবাদের ক্ষেত্রেও বিশিষ্ট ভূমিকা পালন করেছেন। মুহিউস সুন্নাহ মাওলানা আবরারুল হক হারদয়ী ও আল্লামা ইব্রাহিম বালিয়াভীসহ অন্যান্য সুফি ব্যক্তিত্বদের থেকে তিনি আধ্যাত্মিক অনুমোদন লাভ করেন।
তাঁর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন রাজধানী গুলিস্তান পীর ইয়ামেনী জামে মসজিদের খতিব ও কওমি পরিষদ বাংলাদেশের সভাপতি মুফতি ইমরানুল বারী সিরাজী।
তিনি শোকবার্তায় বলেন, আমার আল্লামা কমরুউদ্দিন রহ. এর নিকট মুসলিম শরিফ প্রথম খন্ড ও নাসায়ী শরিফ পড়ার সৌভাগ্য হয়েছে। তাঁর হাদিসের দরস ছিল অসাধারণ। হাদিসের ব্যাখ্যায় তার উস্তাদের বিভিন্ন মতামত অসাধারণ ভঙ্গিতে তুলে ধরতেন।