ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু পোল্যান্ড গেলে গ্রেফতার করে আইসিসির হাতে তুলে দিবে বলে জানিয়েছেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়াডিস্লো বার্তোসজিউস্কি।
শুক্রবার (২০ ডিসেম্বর) আউশভিৎস মুক্তির ৮০তম বার্ষিকী উদযাপনের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে দেশটির সংবাদমাধ্যম রেজচপসপলিতাকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।
বার্তোসজিউস্কি বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সাথে আমাদের সাথে চুক্তি রয়েছে। সে অনুযায়ী ইসরাইলি প্রধানমন্ত্রী যদি পোল্যান্ড আসে, আমরা তাকে গ্রেফতার করে আইসিসির হাতে তুলে দেব।
সূত্র : জেরুসালেম পোস্ট