সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

বিশ্বে পাওয়া যায় এমন সব ধরনের মহা-মূল্যবান রত্নপাথর আফগানিস্তানে রয়েছে: খনি ও পেট্রোলিয়াম মন্ত্রণালয়

বর্তমান বিশ্বে প্রায় ১২০ ধরনের মহামূল্যবান রত্নপাথর রয়েছে। এর মধ্যে ডায়মন্ড ব্যাতিত প্রায় সকল ধরনের রত্নপাথর আফগানিস্তানে পাওয়া যায় বলে জানিয়েছে দেশটির খনি ও পেট্রোলিয়াম মন্ত্রণালয়। এসব মূল্যবান রত্নপাথর রপ্তানি আফগানিস্তানের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন দেশটির বিশ্লেষকরা।

শনিবার (২১ ডিসেম্বর) দেশটির খনি ও পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের মুখপাত্র হুমায়ুন আফগান সাংবাদিকদের বলেন, রুবি, পান্না, ল্যাপুস লাজুলিসহ মহা-মুল্যবান সকল ধরনের রত্নপাথর আফগানিস্তানে পাওয়া যায়। আর এই দিক থেকে বিবেচনা করলে অত্র অঞ্চলে আফগানিস্তান একটি ধনী দেশ।

এসব দামি রত্ন পাথর রপ্তানির জন্য প্রক্রিয়াকরণ কেন্দ্র নির্মাণ ও বাজার তৈরির উপর জোর দিয়েছে দেশটির বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রণালয়।

দেশটির অর্থনৈতিক বিশ্লেষক আবদুল শাকুর হাদাওয়াল বলছেন, “স্বচ্ছ চুক্তির আওতায় থেকে এই প্রকল্প যদি যথাযথভাবে বাস্তবায়ন করা যায় তাহলে তা শুধু আফগানিস্তানের জন্য নয়, বরং আঞ্চলিক অর্থনীতিরও বিকাশ ঘটাবে।”

সূত্র: তোলো নিউজ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img