বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪

‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচি ঘোষণা সমন্বয়ক মাহিন সরকারের

আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর গুপ্তহত্যা ও হামলার প্রতিবাদে এবং বিভিন্ন জাতীয় ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টার গৃহীত পদক্ষেপের জবাবদিহিতা চেয়ে নতুন কর্মসূচী ঘোষণা করেছেন আগস্ট বিপ্লবের অন্যতম প্রধান নেতৃত্বদাতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার।

১৮ ডিসেম্বর ফেসবুকে দেওয়া এক পোস্টে মাহিন সরকার এই ঘোষণা দেন।

তিনি লিখেন, ”আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর গুপ্তহত্যা, হামলার প্রতিবাদে এবং বিভিন্ন জাতীয় ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টার গৃহীত পদক্ষেপের জবাবদিহিতা চেয়ে আগামীকাল শাহবাগ ব্লকেড কর্মসূচি পালিত হবে। রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে মিছিল নিয়ে শাহবাগ চত্বরে অবস্থান নেবো। জনদুর্ভোগ বিবেচনায় প্রোগ্রাম মাত্রাতিরিক্ত দীর্ঘ হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এর আশেপাশের সকল ছাত্রজনতার অংশগ্রহণ কামনা করছি।
ইনশাআল্লাহ আগামীকাল ২.৩০ এ দেখা হবে। হাসিনার মতো জবাবদিহিতা না করে বসে থাকার ইচ্ছা থাকলে পরিণতি একই হতে পারে।”

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img