বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪

গাজ্জায় হাসপাতালে রোগীদের উপর গুলি চালিয়েছে ইসরাইলি স্নাইপার

ফিলিস্তিনের গাজ্জায় কামাল আদোয়ান হাসপাতালের রোগীদের উপর ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সামরিক বাহিনীর স্নাইপাররা গুলি চালিয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডাক্তার হুসাম আবু সাফিয়া।

তিনি বলেন, ইসরাইলের সামরিক বাহিনীর স্নাইপাররা তার হাসপাতালের চিকিৎসাধীন রোগী এবং ইন্টেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউ-এর স্টাফদের ওপর গুলি চালিয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) এ হামলা চালায় ইসরাইল বলে জানান তিনি।

হুসাম আবু সাফিয়া জানান, ইহুদিবাদী স্নাইপাররা গত সোমবার প্রথমবারের মতো আইসিইউ স্টাফদের ওপর গুলি চালায়। সপাতালের সকল জানালায় গুলি লেগেছে।

তিনি জানান, হাসপাতালের পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে এবং এই হাসপাতাল সবার জন্য কবরস্থানে পরিণত হবে।

তিনি আরও জানান, হাসপাতাল ভবন, এর আশপাশ কিংবা এর ভেতরে যারাই চলাচল করেছে তাদের ওপর গুলি চালানো হয়েছে। হাসপাতালটির সুরক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ভূমিকা নেয়ার আহ্বান জানাচ্ছি।

সূত্র : পার্সটুডে

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img