বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪

সাদপন্থীদের হামলায় এখন পর্যন্ত চারজন নিহত হয়েছে

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠে রাতের আঁধারে সাদপন্থীদের হামলায় এখন পর্যন্ত চারজন নিহত হয়েছে বলে জানিয়েছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি প্রথমেই গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের যে চার জন ভাই গতরাতে শহীদ হয়েছেন। আল্লাহ যেন তাদের বেহেশত নসিব করেন। আর যারা আহত হয়েছেন, তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। তাদের সুচিকিৎসার জন্য যদি কোনো ব্যবস্থা নিতে হয় আমরা অবশ্যই নেব।

তিনি বলেন, হত্যাকাণ্ডে যারা জড়িত, তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। কোনো ছাড় দেয়ার অবকাশ নেই বলে জানান তিনি।

উল্লেখ্য, গত রাতে সাদপন্থীরা গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠে অবস্থানরত তাবলীগের মুসল্লীদের উপর হঠাৎ হামলা চালায়। এ হামলা এখন পর্যন্ত চারজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর গ্রামের বাচ্চু মিয়া (৭০) এবং ঢাকার দক্ষিণখান এলাকার বেরাইদ এলাকার বেলাল (৬০)। নিহত বাকি দুজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এছাড়াও এ হামলায় অর্ধশতাধিক আহত হয়েছেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img