পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবীতে ইসলামাবাদের নিকটে এসে পৌঁছেছে বিশাল লংমার্চ।
সোমবার (২৫ নভেম্বর) বিবিসির খবরে একথা জানানো হয়।
খবরে বলা হয়, পাকিস্তান তেহরিকে ইনসাফের ডাকে সাড়া দিয়ে ইমরান খানের মুক্তির দাবীতে পাকিস্তানের বিভিন্ন প্রান্ত থেকে ইসলামাবাদের নিকটে এসে পৌঁছেছে লংমার্চ। লংমার্চটির নেতৃত্বে দিচ্ছেন স্বয়ং খান পত্নী বুশরা বিবি।
সন্ধ্যা ৬: ১৮ মিনিটে পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) এর এক্স একাউন্টে এক ভিডিও বার্তায় বুশরা বিবি বলেছিলেন, খান সাহেবের নির্দেশে ইসলামাবাদ অভিমুখে এগিয়ে যেতে থাকবে লংমার্চে আগত বিক্ষোভকারীরা। এজন্য সরকারের বসানো সকল প্রতিবন্ধকতা সরিয়ে এগিয়ে আসছে সবাই।
বুশরা বিবি নিজে পেশাওয়ার থেকে গাড়ি বহরে করে লংমার্চ নিয়ে বিকাল সাড়ে ৪টায় ইসলামাবাদের নিকটে এসে পৌঁছান। ইসলামাবাদ থেকে ৫০ কিলোমিটার দূরত্বে অবস্থানকালে তিনি লংমার্চে অংশগ্রহণ করা সকলকে উদ্দেশ্য করে বলেছিলেন, খানের মুক্তি না হওয়া পর্যন্ত আমরা আমাদের মার্চ অব্যাহত রাখবো।
এছাড়া পাঞ্জাব ও বেলুচিস্তান থেকে আগত লংমার্চগুলোও ইসলামাবাদ থেকে ৪০ কিলোমিটার দূরত্বে এসে পৌঁছেছে।
বেলুচিস্তান থেকে মার্চের সাথে আগত জুলেখা আজিজ মান্দুখাইল নামের এক নারী জানান, ইসলামাবাদে প্রবেশে তারা পিটিআইয়ের শীর্ষ নেতা ও বর্তমান আইনসভার মন্ত্রী আলী আমিন গেন্ডাপুরের অপেক্ষায় রয়েছেন। তার নেতৃত্বাধীন খাইবার পাখতুনখোয়ার মার্চ এসে পৌঁছলে তারা একত্রে ইসলামাবাদ প্রবেশের জন্য মার্চ শুরু করবেন।
তিনি আরো জানান, শুক্রবার ২২ নভেম্বর বেলুচিস্তান থেকে তারা মার্চ শুরু করেছেন। বিভিন্ন জায়গায় পুলিশী বাধার সম্মুখীন হয়েছেন। খাবারের ব্যবস্থা স্বরূপ সকলে সাথে করে ড্রাই ফ্রুটস এনেছেন। শীত ও ক্লান্তি দূর করতে সাথে শুকনো চা-পাতা রেখেছেন। টিয়ারশেল বা কাদানে গ্যাসের প্রভাব থেকে বাঁচতে রেখেছেন মাস্ক ও ফ্যান। তারা সাথে করে নিজ সন্তানদেরও নিয়ে এসেছেন। পথে অনেকের সন্তান অসুস্থ হয়ে পড়লে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়।
সংবাদমাধ্যমের তথ্যমতে, প্রহসনের নির্বাচন করেও হেরে গিয়ে রাষ্ট্রক্ষমতা সেনা সমর্থিত পুতুল সরকারের হাতে তুলে দেওয়া, ইমরান খান, তার দলের নেতাকর্মী ও সমর্থকদের বেআইনীভাবে গ্রেফতার, জেল-জুলুম, হয়রানি ও সংবিধানের ২৬তম সংশোধনীর প্রতিবাদে রবিবার (২৪ নভেম্বর) ইসলামাবাদ অভিমুখে লংমার্চ শুরু করে পিটিআই।
লংমার্চ ঠেকাতে রাজধানী শহরটির রাস্তায় প্রচুর পরিমাণে পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করে বিতর্কিত পুতুল সরকার। শহর ও প্রধান প্রধান সড়কগুলোর প্রবেশমুখ বড় কন্টেইনারবাহী ট্রাক দিয়ে বন্ধ করে দেওয়া হয়। দেশটির বিভিন্ন জায়গায় বিক্ষোভকারীদের সাথে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ ও তাদের গ্রেফতারের ঘটনাও ঘটে।
কিছু হলেই কন্টেইনার দিয়ে বারবার ইসলামাবাদের সড়ক ও প্রবেশপথ বন্ধ করে দেওয়ার প্রতিক্রিয়ায় দেশটির তরুণ সমাজ সরকারের উপর ক্ষিপ্ত ও ত্যক্তবিরক্ত হয়ে উঠেছে। বিতর্কিত সরকারকে ব্যঙ্গ করে তারা কন্টেইনারিস্তানের সরকার বলে অভিহিত করছে। আরো বলছে, এটি কন্টেইনারের দেশ ও এর রাজধানী কন্টেইনারাবাদ!
উল্লেখ্য, পাকিস্তান রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো প্রথমত ৪টি প্রদেশ নিয়ে গঠিত। পাঞ্জাব, বেলুচিস্তান, খাইবার পাখতুনখোয়া ও সিন্ধু। যার রাজধানী ইসলামাবাদ। আজাদ জম্মু ও কাশ্মীর এবং গিলগিট বালতিস্তান এগুলোকে আজাদ জম্মু ও কাশ্মীর এবং গিলগিট বালতিস্তানের প্রশাসনিক অঞ্চল ধরা হয়।