বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪

ইসলামাবাদে দূতাবাস কার্যক্রম স্থগিত ঘোষণা করলো আফগানিস্তান

পাকিস্তানের ইসলামাবাদে দূতাবাস কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান।

সোমবার (২৫ নভেম্বর) এক বিবৃতিতে একথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের রাজধানীর বর্তমান পরিস্থিতি বিবেচনায় দূতাবাস কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান।

বিবৃতিতে আরো বলা হয়, সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবীতে ২ দিন যাবত অসহযোগ আন্দোলন ও বিক্ষোভ চালিয়ে আসছে তার দলের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনগণ। এতে করে পুরো ইসলামাবাদ অচল হয়ে পড়ে। এই গণ-আন্দোলন ও বিক্ষোভ দমাতে বর্তমান পাক সরকার দেশটির সবধরণের ইন্টারনেট ও টেলিযোগাযোগ সেবা বন্ধ করে দিয়েছে। ফলে বাধ্য হয়ে দূতাবাস কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় কার্যক্রম চালু করা হবে।

সংবাদমাধ্যমের তথ্যমতে, প্রহসনের নির্বাচন করেও হেরে গিয়ে রাষ্ট্রক্ষমতা সেনা সমর্থিত পুতুল সরকারের হাতে তুলে দেওয়া, ইমরান খান, তার দলের নেতাকর্মী ও সমর্থকদের বেআইনীভাবে গ্রেফতার, জেল-জুলুম, হয়রানি ও সংবিধানের ২৬তম সংশোধনীর প্রতিবাদে রবিবার (২৪ নভেম্বর) ইসলামাবাদ অভিমুখে লংমার্চ শুরু করে পিটিআই।

লংমার্চ ঠেকাতে রাজধানী শহরটির রাস্তায় প্রচুর পরিমাণে পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করে দেশটির বিতর্কিত পুতুল সরকার। শহর ও প্রধান প্রধান সড়কগুলোর প্রবেশমুখ বড় কন্টেইনারবাহী ট্রাক দিয়ে বন্ধ করে দেওয়া হয়।

অপরদিকে বিবিসির সর্বশেষে খবরে জানানো হয়, ইমরান খানের স্ত্রী বুশরা বিবি ও আইনসভার মন্ত্রী আলী আমিন গেন্ডাপুরের নেতৃত্বে একটি বিশাল গাড়ি বহর আজ বিকাল সাড়ে ৪ টায় পেশাওয়ার থেকে ইসলামাবাদের কাছাকাছি এসে পৌঁছেছে। ইমরান খানের মুক্তির দাবীতে ডাকা লংমার্চের নেতৃত্ব দিচ্ছেন খোদ তার স্ত্রী বুশরা বিবি। এর আগে ইসলামাবাদ থেকে ৫০ কিলোমিটার দূরত্বে ইমরান খানের স্ত্রী মোটরযান লংমার্চে অংশ নেওয়া লোকজনকে উদ্দেশ্য করে বলেছিলেন, খানের মুক্তি না হওয়া পর্যন্ত আমরা আমাদের মার্চ অব্যাহত রাখবো।

এছাড়া গত রাতে পুলিশের সাথে পিটিআই নেতাকর্মী ও সমর্থকদের সংঘর্ষ ও গণ-গ্রেফতারের ঘটনাও ঘটেছে। উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখোয়ায় ইমরান খানের মুক্তির দাবীতে বিক্ষোভরত লোকজনের উপর লাঠিচার্জ করে ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে। পাখতুনখোয়ার জনগণও আত্মরক্ষার্থে পুলিশের দিকে ইটপাটকেল ও পেট্রোল বোমার ন্যায় বিভিন্ন কিছু ছুড়ে মারে। দেশটির অন্যান্য শহরগুলোতেও সংঘর্ষ, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর গাড়ি ভাঙচুর ও গণ-গ্রেফতারের ঘটনা ঘটেছে।

এবিষয়ে ইমরান খান এক বার্তায় বলেছেন, এটি আমাদের দাবী আদায়ের চূড়ান্ত ডাক। এই কর্মসূচি থেকে পিছু হটবে না পিটিআই।

অপরদিকে কিছু হলেই কন্টেইনার দিয়ে বারবার ইসলামাবাদের সড়ক ও প্রবেশপথ বন্ধ করে দেওয়ার প্রতিবাদে দেশটির তরুণ সমাজ সরকারের উপর ক্ষিপ্ত ও ত্যক্তবিরক্ত হয়ে উঠেছে। বিতর্কিত পুতুল সরকারকে ব্যঙ্গ করে তারা কন্টেইনারিস্তানের সরকার বলে অভিহিত করছে। আরো বলছে, এটি কন্টেইনারের দেশ ও এর রাজধানী কন্টেইনারাবাদ!

সূত্র: আরটিএ, বিবিসি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img